ফ্রিলান্সিং (Freelancing) এর অর্থ হলো স্বাধীন বা মুক্তপেশা। অর্থাৎ কেউ যদি ইন্টারনেটের মাধ্যমে দেশ অথবা বিদেশের কোন ব্যাক্তি/প্রতিষ্ঠানের অধীনে না থেকে অস্থায়ীভাবে নির্দিষ্ট সময়ের জন্য অর্থের বিনিময়ে ঐ প্রতিষ্ঠানের কোন কাজ করে, তবে তাকে ফ্রিলান্সিং বলে। এ ধরনের পেশাজীবিকে ফ্রিলান্সার বা স্বাধিন পেশাজীবি বলে। এরা স্বনির্ভর (Self-employed)। ফ্রিলান্সাররা তাদের কাজের উপর খুব বেশি দক্ষ এবং অভিজ্ঞতাসম্পন্ন হয়ে থাকে। এরা শর্ত বা চুক্তির উপর নির্ভর করে কাজ করে। তাই তাদের মাসিক আয়ও নির্দিষ্ট নয়। কাজ পাওয়া বা না পাওয়ার উপর নির্ভর করে মাসিক আয় কম বেশি হতে পারে।
বিস্তারিত জানতে ক্লিক করুন
No comments